ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Sharenews24

বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

২০২৫ এপ্রিল ২৮ ১১:১৪:৪২
বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া গরম কমার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বর্ধিত পাঁচদিনের পূর্বাভাস অনুযায়ী, টানা পাঁচদিনই নানা জায়গায় সম্ভাবনার কথা জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা প্রশমিত হতে পারে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে