ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Sharenews24

লাভেলো আইসক্রীমের দুই পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

২০২৫ এপ্রিল ২৮ ১০:১৩:০৫
লাভেলো আইসক্রীমের দুই পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস্ এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির দুই পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। কোম্পাটির দুই পরিচালক মুহসীনীনা তাওফিকা একরাম এবং মুহসীনীনা সারিকা একরাম ২ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, মুহসীনীনা তাওফিকা একরাম এবং মুহসীনীনা সারিকা একরাম আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বর্তমান বাজারদরে পাবলিক মার্কেট থেকে তারা এই শেয়ার কিনবেন।

শেয়ারবাজারে রোববার লাভেলোর প্রতিটি শেয়ারের সমাপনী বাজারমূল্য ছিল ৮১ টাকা ৫০ পয়সা। সেই হিসাবে ২ লাখ শেয়ারের বাজার মূল্য দাঁড়ায় ১ কোটি ৬৩ লাখ টাকা। তবে শেয়ারের দাম কমলে বা বাড়লে এর দামও কমবে ও বাড়বে।

মুহসীনীনা তাওফিকা একরাম এবং মুহসীনীনা সারিকা একরাম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো’ প্রকৌশলী মোঃ একরামুল হক ও চেয়ারম্যান দাঁতিন শামিমা নার্গিস হকের মেয়ে। এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো’ প্রকৌশলী মোঃ একরামুল হক বলেন, কানাডা থেকে পড়াশুনা শেষ করে খুব শিঘ্রই দেশে ফিরে নিয়মিত কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম দেখাশোনা করবে। নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে তাদের শিক্ষাকে কাজে লাগিয়ে কোম্পানির ব্যবসা এগিয়ে নেওয়ার পরিকল্পনার অংশহিসাবেই এ শেয়ার ক্রয় করা হচ্ছে। মুহসীনীনা তাওফিকা একরাম এবং মুহসীনীনা সারিকা একরাম তাওফিকা ফুডস্ এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি এর পরিচালক হিসাবে যথাক্রমে কোম্পানির মোট শেয়ারের ২.৪১ শতাংশ এবং ৩.৫৩ শতাংশের মালিকানায় রয়েছেন। নতুন করে শেয়ার কেনায় তাদের মালিকানা আরো বৃদ্ধি পাবে। উল্লেখ্য লাভেলো

সর্বশেষ ২০২৩-২০২৪ অর্থবছরে শেয়ার হোল্ডারদের ২০ শতাংশ ডিভিডেন্ড প্রদান করে। এরমধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ছিল।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে