ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
Sharenews24

মাজার ভাঙার প্রকৃত তথ্য জানাল পুলিশ

২০২৫ এপ্রিল ২৭ ১৯:৫৩:৪৩
মাজার ভাঙার প্রকৃত তথ্য জানাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর দেশের বেশকিছু মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে সরকারের কঠোর পদক্ষেপে এ ধরনের হামলা বন্ধ হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ভুল তথ্য প্রচার করতে দেখা যাচ্ছে। অনেকেই হামলার প্রকৃত সংখ্যার চেয়ে অনেক বেশি সংখ্যা প্রচার করছেন।তারা প্রশ্ন তুলছেন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও।রবিবার রাতে এ নিয়ে পুলিশের বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বার্তা দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি তার বক্তৃতায় বলছেন যে, বর্তমান সরকারের আমলে ১০৫টি মাজারে ভাঙচুর হয়েছে এবং এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, মামলা করা হলেও তদন্ত করা হয়নি।যা সর্বৈব অসত্য।’

এতে আরো বলা হয়, ‘প্রকৃত তথ্য হলো, মোট ৫৭টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৬টি জিডি, ২০টি মামলা রুজু হয়েছে। এসব ঘটনায় অভিযোগের ভিত্তিতে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে