ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
Sharenews24

সায়মা ওয়াজেদকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ

২০২৫ এপ্রিল ২৭ ২১:২৮:০০
সায়মা ওয়াজেদকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ

নিজস্ব প্রতিবেদক: প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ এপ্রিল) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন, যা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি আবেদনের ভিত্তিতে ইস্যু করা হয়েছে।

দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করতে গিয়ে দুদক এই পদক্ষেপ গ্রহণ করে।

এর আগে ১০ এপ্রিল একে অপরের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগে আদালত শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়।

প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে পৃথক তিনটি মামলায় ১৩ এপ্রিল আদালত শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়।

গত বছরের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক, যা পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অভিযোগিত অনিয়মের ভিত্তিতে ছয়টি মামলা দায়ের করে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে