ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
Sharenews24

গভর্নমেন্ট সিকিউরিটিজ ট্রেডিংয়ে পর পর তিনবার শীর্ষে ব্র্যাক ব্যাংক

২০২৫ এপ্রিল ২৭ ১৮:৩০:৫৮
গভর্নমেন্ট সিকিউরিটিজ ট্রেডিংয়ে পর পর তিনবার শীর্ষে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক ব্যাংক আবারও শীর্ষস্থান অর্জন করেছে গভার্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে এবং এই অর্জনটি ধারাবাহিকভাবে তিন বছর ধরে ধরে রেখেছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে ব্র্যাক ব্যাংকের মার্কেট শেয়ার বৃদ্ধি পেয়ে ১৩.৩৯% হয়েছে, যা পূর্ববর্তী বছর ছিল ১১.৬৪%। এর ফলে ব্যাংকটির অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

এই সফলতার পেছনে রয়েছে ব্যাংকটির শক্তিশালী ক্যাপিটাল বেস, উন্নত তারল্য ব্যবস্থাপনা, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং ডিজিটাল ট্রেজারি অবকাঠামোতে অব্যাহত বিনিয়োগ।

এছাড়া, ব্র্যাক ব্যাংক একমাত্র স্থানীয় ব্যাংক যার রয়েছে আধুনিক এফএক্স ট্রেডিং প্ল্যাটফর্ম ‘ব্র্যাক ব্যাংক ইলেকট্রা’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকটি আন্তঃব্যাংক মার্কেটে শীর্ষ তারল্য-যোগানদাতা হিসেবে তার শক্তিশালী আর্থিক অবস্থান প্রতিষ্ঠিত করেছে।

এই অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল সিএফএ বলেন, ‘এই মাইলফলকটি ব্র্যাক ব্যাংকের শ্রেষ্ঠত্ব, মার্কেট ইনসাইট, এবং দেশের ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে শক্তিশালী করার প্রতিশ্রুতির প্রতিফলন। শুদ্ধাচার, দ্রুততা এবং উদ্ভাবনের মাধ্যমে আমরা সর্বোচ্চ মানের সেবা দিতে গর্বিত।’

এই অর্জন ব্র্যাক ব্যাংকের জন্য একটি বড় সফলতা যা দেশের ব্যাংকিং খাতে নতুন বেঞ্চমার্ক স্থাপন করছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে