ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
Sharenews24

ইশরাক হোসেন ডিএসসিসির নতুন মেয়র, গেজেট প্রকাশ

২০২৫ এপ্রিল ২৭ ২১:৩৪:০১
ইশরাক হোসেন ডিএসসিসির নতুন মেয়র, গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসাবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৭ এপ্রিল) কমিশন তার বিরুদ্ধে গেজেট জারি করে, যা আদালতের নির্দেশনার ভিত্তিতে হয়েছে বলে ইসির সূত্র জানিয়েছে।

এদিকে, ইসি গেজেট জারির জন্য আইন মন্ত্রণালয়ের মতামত নিতে চিঠি পাঠায় এবং সেখানে থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিইসি অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে এক সভা করেন, যেখানে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত নেয়া হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ইশরাক হোসেন নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি সাংবাদিকদের জানান যে, আদালতের আদেশ অনুযায়ী, গেজেট প্রকাশের জন্য রায়ের কপি পাওয়ার পর ১০ কর্মদিবসের মধ্যে তা প্রকাশ করতে হবে। কিন্তু আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়েছে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি ও পুনরায় ভোটের দাবিতে সাবেক মেয়র ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, নির্বাচনে ফজলে নূর পেয়েছিলেন ৪,২৪,৫৯৫ ভোট এবং ইশরাক ২,৩৬,৫১২ ভোট পেয়েছিলেন। এরপর তিনি কারচুপি ও অনিয়মের অভিযোগ নিয়ে আদালতে মামলা করেন।

ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে। এর আগে, চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি নেতা শাহাদাত হোসেনও আদালতের রায়ে মেয়র ঘোষিত হন এবং তার নামে গেজেট প্রকাশ করা হয়। বর্তমানে শাহাদাতই একমাত্র মেয়র, যিনি সিটি করপোরেশনের দায়িত্বে রয়েছেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে