ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Sharenews24

ভারত-পাকিস্তান উত্তেজনায় যুক্তরাষ্ট্রের ‘গুরুতর’ বার্তা

২০২৫ এপ্রিল ২৮ ১২:২১:৩৫
ভারত-পাকিস্তান উত্তেজনায় যুক্তরাষ্ট্রের ‘গুরুতর’ বার্তা

নিজস্ব প্রতিবেদক: ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ এবং দায়িত্বশীল সমাধানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। এই সম্পর্কিত একটি প্রতিবেদন সোমবার (২৮ এপ্রিল) প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

রোববার (২৭ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভারতের মিত্র হিসেবে সংহতি প্রকাশ করেছে, তবে একইসঙ্গে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে সংলাপে বসার আহ্বান জানিয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছেন, "এটি একটি চলমান পরিস্থিতি এবং আমরা ঘনিষ্ঠভাবে সব উন্নয়ন পর্যবেক্ষণ করছি। আমরা ভারত ও পাকিস্তান—উভয় সরকারের সঙ্গে একাধিক স্তরে যোগাযোগ করছি।"

তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্র সব পক্ষকে আহ্বান জানাচ্ছে একটি দায়িত্বশীল এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে।"

এছাড়া, যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে এবং পেহেলগামে ঘটে যাওয়া হামলার তীব্র নিন্দা জানায় বলেও উল্লেখ করা হয়েছে। তবে, পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি সমালোচনা করেনি যুক্তরাষ্ট্র, যা কূটনৈতিকভাবে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার, বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায়। অন্যদিকে, পাকিস্তান এখনও যুক্তরাষ্ট্রের মিত্র, তবে ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর ওয়াশিংটনের কাছে পাকিস্তানের কৌশলগত গুরুত্ব কিছুটা কমে এসেছে।

এ পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নীতির মাধ্যমে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমিত করার চেষ্টা চলমান।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে