ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
Sharenews24

দেশে বইছে অপতথ্যের ঝড়!

২০২৫ এপ্রিল ১০ ০৯:৪৩:৪৩
দেশে বইছে অপতথ্যের ঝড়!

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ইসরায়েল-গাজা সংঘাত ঘিরে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একের পর এক গুজব। এসব গুজবের প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে।

গুজব দমনে কাজ করছে বিভিন্ন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান। তাদের তথ্যানুসারে, বেশ কিছু ফটোকার্ড, ভিডিও এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজিটাল কারসাজির মাধ্যমে তৈরি করে ছড়ানো হচ্ছে — যার মধ্যে অধিকাংশই সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

ভাইরাল গুজব ও বাস্তবতা:

✅ নেতানিয়াহুর সঙ্গে ড. ইউনুসের করমর্দন:

ভাইরাল ছবিতে দেখা যায়, ড. ইউনুস নেতানিয়াহুর সঙ্গে হাত মেলাচ্ছেন।

বাস্তবতা: ছবিটি ২০২৩ সালের, যেখানে আসলে তিনি পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজার সঙ্গে ছিলেন। মুখ বদল করে গুজব ছড়ানো হয়েছে।

✅ ইসরায়েলকে সমর্থন করেছেন ড. ইউনুস?

একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়েছে যেখানে লেখা, “ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে – ড. ইউনুস।”

বাস্তবতা: ফটোকার্ডটি সম্পূর্ণ মিথ্যা, ডেইলি স্টার বা অন্য কোনো মাধ্যম এ ধরনের তথ্য দেয়নি।

✅ ইনকিলাব মঞ্চের ‘গরু জবাই’ কর্মসূচি:

একটি পোস্ট ছড়িয়েছে, যেখানে বলা হয়েছে ইনকিলাব মঞ্চ আমেরিকান দূতাবাসের সামনে ‘জবাই কর্মসূচি’ ঘোষণা দিয়েছে।

বাস্তবতা: ইনকিলাব মঞ্চ কর্তৃপক্ষ বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছে।

✅ এসএসসি পরীক্ষা স্থগিত?

একটি সময় টিভির লোগোসহ ফটোকার্ড ছড়িয়ে বলা হয়, এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বাস্তবতা: এটি ২০২২ সালের পুরনো ফটোকার্ড ব্যবহার করে ছড়ানো গুজব। শিক্ষা মন্ত্রণালয়ও গুজবটি নাকচ করেছে।

✅ বাটা শোরুম লুট – এআই ছবি:

ছবিতে দেখা যায় একটি বাটা দোকান লুটপাট করা হচ্ছে।

বাস্তবতা: এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি ছবি।

✅ আল আকসা মসজিদ ধ্বংসের ছবি:

একটি AI-তৈরি ছবিকে আল আকসা মসজিদের ধ্বংস বলে ছড়ানো হচ্ছে।

বাস্তবতা: মসজিদ অক্ষত রয়েছে, এবং ছবিটি ফেক।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচের গবেষক রেদানুল ইসলাম বলেন, "এসব গুজব ছড়ানোর উদ্দেশ্য হলো দেশকে অস্থিতিশীল করা। গুজব থামাতে হলে সাধারণ নাগরিকদের সচেতন হতে হবে এবং সোশ্যাল মিডিয়ার তথ্য যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।"

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম বলেন, "দেশের বিনিয়োগ সম্মেলনের সময় এসব গুজব ছড়িয়ে আন্তর্জাতিকভাবেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। ফেক নিউজের বিরুদ্ধে জনসচেতনতাই হতে পারে বড় অস্ত্র।"

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে