ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

‘বাবাকে জীবনে তিনবার কাঁদতে দেখেছি, তিনবারই আমার জন্য’

২০২৫ মার্চ ২৩ ২০:৪৪:৫৫
‘বাবাকে জীবনে তিনবার কাঁদতে দেখেছি, তিনবারই আমার জন্য’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘কাফি ভাই’ নামে পরিচিত, সম্প্রতি গণমাধ্যমে একটি আবেগঘন সাক্ষাৎকার দিয়েছেন। তিনি জানান, জীবনে তিনবার বাবাকে কাঁদতে দেখেছেন, আর প্রতিবারই তার জন্য কাঁদেছেন বাবা। এই তিনটি ঘটনাই তার জীবনের সবচেয়ে স্মরণীয় ও অনুভূতিপূর্ণ মুহূর্ত।

কাফি ভাই বলেন, "আমার পুরো জীবনে বাবাকে তিনবার কাঁদতে দেখেছি। আর তিনবারই আমার জন্য। একবার হলো— ১৬ জুলাই স্বৈরাচারবিরোধী স্লোগান দিয়ে আন্দোলন করে পালিয়ে যাই। তখন পুলিশ আমাকে ধরে থানায় নিয়ে যায়, আর বাবা ফোনে আমাকে আকুতি করে বলছিলেন, 'কী করলি?' পরে আরেকবার ফেসবুক বন্ধ হয়ে গেলে, বাবা বলেছিলেন, 'ফেসবুক খুললে আবার লাফিয়ে পড়িস না অনলাইনে!' তখনই আমি তাকে বলেছিলাম, 'দেশের জন্য কথা বলবো না?'"

তিনি আরও বলেন, "আমাদের বাসা যখন পুড়িয়ে দেওয়া হয়, তখন বাবা-মা, ভাইরা সবাই কাঁদছিলেন। তারা একসময় ঘর থেকে বের হতে পারেনি, কিন্তু ঘরটি কাঠ-টিনের হওয়ায় লাথি দিয়ে বের হয়ে আসেন। তখন বাবা কাঁদছিলেন, আর আমি ভাবছিলাম, 'আমি কী সঠিক কাজ করেছি, নাকি ভুল?'"

কাফি ভাই তার দেশের প্রতি ভালোবাসা ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, "জুলাই আন্দোলনে আমি একা ছিলাম না, দেশের বেশিরভাগ মানুষই এতে অংশ নিয়েছিল। আমি দেশটাকে ভালোবাসি এবং স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি, যাতে একটি নতুন বাংলাদেশ গড়ে ওঠে।"

তিনি আরও বলেন, "বইমেলা চলাকালে হঠাৎ রাতের তিনটায় ফোন আসে, আর জানলাম আমাদের বাসা পুড়িয়ে দেওয়া হয়েছে। সব কিছু পুড়ে গেছে, বাড়ির কাগজপত্র, স্মৃতি, সবই শেষ হয়ে গেছে।"

কাফি ভাই তার পরিবার ও দেশের প্রতি অপরিসীম ভালোবাসা এবং তার অদম্য সাহসিকতার কথা তুলে ধরে এই সাক্ষাৎকারে জানান, দেশে আরও অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তবে তিনি কেন ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে প্রতিবাদ করেছেন, তারও ব্যাখ্যা দেন।

তিনি বলেন, "মাসখানেকের মধ্যে আসামিরা ধরা পড়ে। তারা সহজেই স্বীকারোক্তি দিয়েছে, ‘কাফি ভাইয়ের বাড়ি পুড়িয়ে দিয়েছি।’"

আরিফ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে