ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও কর বাড়বে

২০২৫ মার্চ ২৩ ১৫:২৩:৪৪
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও কর বাড়বে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সম্প্রতি জানিয়েছেন, আগামী বাজেটে কালো টাকা সাদা করার প্রক্রিয়া বাতিলের উদ্যোগ থাকবে। তবে যদি পুরোপুরি বাতিল করা সম্ভব না হয়, তাহলে কর বৃদ্ধির মাধ্যমে আদর্শ করহারের সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করা হবে।

শনিবার (২২ মার্চ) ঢাকার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজনকৃত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কর্মশালার বিষয়বস্তু ছিল ‘অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ও উন্নয়নের জন্য দেশীয় রাজস্ব সংগ্রহ: বাংলাদেশের জন্য নীতি সংস্কার অগ্রাধিকার’।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আবাসন ব্যবসায়ীরা, বিশেষ করে রিহ্যাব কালো টাকা সাদা করার সুযোগ বজায় রাখার পক্ষে। তাঁরা মনে করছেন, এই সুযোগ না থাকলে ফ্ল্যাট ও প্লট বিক্রি কমে যাবে। এনবিআর এটি পুরোপুরি বাতিল করতে না পারলেও ট্যাক্স হার বৃদ্ধি করবে।

এছাড়া, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করেছিল, যেখানে সিকিউরিটিজ, নগদ এবং ব্যাংক গচ্ছিত অর্থের উপর ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের ঘোষণা দিয়েছিল। তবে বাজেট ঘোষণায় আবাসন খাতে বিনিয়োগের ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত থাকবে।

এনবিআর চেয়ারম্যান আশা প্রকাশ করেন, আগামী বাজেট ব্যবসাবান্ধব ও জনকল্যাণমুখী হবে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে এনবিআর বিভিন্ন পণ্যে শুল্ক কমিয়েছে, যার সুফল জনগণ পেয়েছে।

তিনি জানান, আগামী বাজেটে নতুন কোনো কর অব্যাহতি দেওয়ার পরিকল্পনা নেই। বর্তমান কর অব্যাহতির সংখ্যা কমিয়ে এবং যারা কম হারে কর দেন, তাঁদের কর হার বৃদ্ধি করা হবে।

র‍্যাপিডের নির্বাহী পরিচালক আবু ইউসুফ মূল প্রবন্ধে বলেন, দেশের আর্থিক উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য দেশের ভেতরে কর সংগ্রহ বাড়ানো জরুরি। কিন্তু অবকাঠামোগত সমস্যার কারণে দেশে কর-জিডিপির হার এখনও সন্তোষজনক নয়। গত বছর এই হার ৮ শতাংশের নিচে নেমে গেছে, যা নিম্ন আয়ের জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে