ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

প্রাক-বাজেট আলোচনায় বিসিআইয়ের বড় প্রস্তাব

২০২৫ মার্চ ২০ ২০:০৩:২২
প্রাক-বাজেট আলোচনায় বিসিআইয়ের বড় প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি, প্রাইভেট কোম্পানির করপোরেট কর ২৫ শতাংশ এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ২০ শতাংশ করার সুপারিশ করেছে সংগঠনটি।

বিসিআইয়ের প্রস্তাবিত মূল সুপারিশসমূহ:

করমুক্ত আয়সীমা বাড়ানো:

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব।

বিসিআই বলছে, ভারতের করমুক্ত আয়সীমা ১২ লাখ রুপি, যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। তাই মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় আয়সীমা বাড়ানো প্রয়োজন।

করপোরেট কর কমানো:

প্রাইভেট কোম্পানির করপোরেট কর ২৫ শতাংশ এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য ২০ শতাংশ করার সুপারিশ।

বিসিআইয়ের মতে, উচ্চ করহার বিনিয়োগ নিরুৎসাহিত করছে, যা দেশের ব্যবসা সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য বাধা।

ছোট ও মাঝারি প্রতিষ্ঠান (SME) জন্য কর সুবিধা:

বার্ষিক ১৫ কোটি টাকার কম টার্নওভার হলে ৮ বছর পর্যন্ত আয়কর অবকাশ এবং বিশেষ রেয়াতি হারে ১ শতাংশ টার্নওভার কর।

আমদানি শুল্ক হ্রাস:

কাঁচামাল, উপকরণ, যন্ত্রপাতি ও মেশিনারিজ আমদানিতে ১-৩ শতাংশ শুল্ক সুবিধা।

মূসক (ভ্যাট) হ্রাস:

৫০ কোটি টাকার কম টার্নওভার হলে পণ্য খাতে ৩ শতাংশ এবং সেবা খাতে ৫ শতাংশ মূসক।

৩০০ কোটি টাকার কম টার্নওভার হলে পণ্য খাতে ৪ শতাংশ এবং সেবা খাতে ৫ শতাংশ মূসক।

অনুন্নত শিল্প এলাকায় করছাড়:

অনুন্নত শিল্প এলাকায় ৮ বছর পর্যন্ত কর অবকাশ এবং বিশেষ টার্নওভার কর সুবিধা প্রদান।

বিসিআই মনে করে, এই সব সংস্কারের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ পাবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে, যা দেশের অর্থনীতির উন্নয়নে সহায়ক হবে।

এনবিআরের সঙ্গে অনুষ্ঠিত এই প্রাক-বাজেট আলোচনা সভায় বিসিআইয়ের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী নেতৃত্বে সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, এবং এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান সভাপতিত্ব করেন।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে