ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

বন্ড মার্কেট উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি কমিশনার

২০২৫ মার্চ ১৯ ১৫:৫০:২৮
বন্ড মার্কেট উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের উন্নয়নে ফিক্সড ইনকাম সিকিউরিটিজ, যেমন কর্পোরেট বন্ড ও সুকুক, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ফারজানা লালারুখ। তিনি জানান, সরকার বন্ড মার্কেট উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করছে এবং এক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ ও সিদ্ধান্ত গ্রহণ করছে।

বুধবার (১৯ মার্চ) ‘বন্ড বা সুকুক ইস্যুকরণের ক্ষেত্রে কমপ্লায়েন্স নিশ্চিতকরণে ট্রাস্ট্রি’র ভূমিকা’ শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএসইসির উদ্যোগে আয়োজিত এ সভা কমিশনের মাল্টিপারপাস হলে সকাল সাড়ে ১০ টায় শুরু হয়।

সভায় ট্রাস্ট্রির ভূমিকা পালনকারী বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে ফারজানা লালারুখ বলেন, “বিএসইসি’র মূল কাজ হচ্ছে কমপ্লায়েন্স নিশ্চিতকরণ এবং বাজারকে সুস্থ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা। বন্ড বাজারের সুষ্ঠু পরিচালনা এবং উন্নয়নের ক্ষেত্রে ট্রাস্ট্রি‘র বিশাল ভূমিকা রয়েছে। বন্ড বাজারের বিনিয়োগকারীদের স্বার্থকে রক্ষার গুরু দায়িত্ব রয়েছে ট্রাস্ট্রি‘র উপর। এজন্যই বন্ড বাজারের ভালো পারফর্ম করা এবং এর ভবিষ্যত অগ্রগতির ক্ষেত্রে ট্রাস্ট্রি‘র ভূমিকা নির্ধারক বা নির্ণায়ক (determinant) হিসেবে কাজ করবে।

তিনি বলেন, ট্রাস্ট্রিরা যেন তাদের সঠিক ভূমিকা পালন করতে পারে সেটিই আজকের সভার প্রধান লক্ষ্য। বন্ড মার্কেটকে আমরা ডেভেলপমেন্ট স্টেজে নিয়ে আসতে চাচ্ছি। বন্ড মার্কেট ছাড়া বৈচিত্রপূর্ণ (diversified) পুঁজিবাজার সম্ভব না।

সভায় বিএসইসি’র যুগ্ম পরিচালক সৈয়দ গোলাম মওলা ‘Role of Trustee in Ensuring Compliance for Bond/Sukuk Issuance’ শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী বন্ড বা সুকুক ইস্যুর ক্ষেত্রে ট্রাস্ট্রির ভূমিকা ও কমপ্লায়েন্স নিশ্চিতকরণের বিভিন্ন দিক তুলে ধরেন।

এছাড়া, নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম বিএসইসির তৈরি ‘Debt Securities’ Repayment Monitoring Systems (DSRMS)’ বা বন্ড ডিফল্ট প্ল্যাটফর্ম নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন। সভায় তিনি চলমান পাইলট টেস্টিংয়ের বিভিন্ন দিক টেস্ট কেসের মাধ্যমে প্রদর্শন ও আলোচনা করেন।

সমাপনী বক্তব্যে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বন্ড বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে এবং আস্থা নিশ্চিত করতে ট্রাস্ট্রিসহ সংশ্লিষ্ট সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, বিএসইসি বন্ড বাজারের কাঠামোগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং বাজারের উন্নয়নে ট্রাস্ট্রির ভূমিকা আরও জোরদার করা দরকার।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে