ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫
Sharenews24

বাজার টেনে নামানোর দায় তিন বহুজাতিকের

২০২৫ মার্চ ১৭ ১৬:১০:৩৩
বাজার টেনে নামানোর দায় তিন বহুজাতিকের

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার শেয়ারবাজারে সামান্য পতন হলেও দ্বিতীয় কর্মদিবস সোমবার উত্থানের বাজারে পতনের গভীরতা দেখা যায়। এদিন উত্থান প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম ভাগে প্রধান শেয়ারবাজর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ২৪ পয়েন্ট বেড়ে লেনদেন হতে দেখা যায়।

কিন্তু আধা ঘন্টা লেনদেন হওয়ার আগেই বাজারে সংশোধন হতে থাকে। দুপুর সাড়ে ১২টায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে প্রায় ২৪ পয়েন্ট পড়ে লেনদেন হয়। তারপর দুপুর সোয়া একটায় বাজার ওঠার চেষ্টা করে। কিন্তু খুব বেশি সফলকাম হতে পারেনি। শেষ বেলায় ডিএসইর সূচকের পতন স্থির হয় সাড়ে ১৬ পয়েন্টে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন উত্থানের বাজারকে টেনে নামানোর দায় চেপেছে তিন বহুজাতিক কোম্পানির ওপর। যেগুলো হলো-রবি, গ্রামীণফোন ও বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো।

আমার স্টক অ্যানালরাইসিস পোর্টালের তথ্যমতে, এদিন বাজার টেনে নামানোর ক্ষেত্রে সবচেয়ে বড় দায় ছিল রবির। আজ কোম্পানিটির শেয়ার এক্স ডিভিডেন্ড অবস্থায় লেনদেন হয়েছে। যার কারণে কোম্পানির শেয়ার ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অ্যাডজাস্ট হয়ে লেনদেন হয়েছে। কোম্পানিটির দাম কমেছে আজ ১ টাকা ৯০ পয়সা। যার কারণে ডিএসইর সূচক কমেছে ৭.৯০ পয়েন্ট।

এছাড়া, গ্রামীণফোনের দাম কমেছে ২ টাকা ২০ পয়সা এবং বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ২ টাকা। যার কারণে ডিএসইর সূচক কমেছে যথাক্রমে ২.৩৭ পয়েন্ট ও ০.৮৬ পয়েন্ট।

ডিএসইতে আজ দাম কমেছে ২২১টি প্রতিষ্ঠানের এবং সূচক কমেছে সাড়ে ১৬ পয়েন্ট। আলোচ্য তিন বহুজাতিক কোম্পানি ডিএসইর সূচক কমিয়েছে সোয়া ১১ পয়েন্ট। বাকি ২১৮টি প্রতিষ্ঠানের দাম কমার কারণে ডিএসইর সূচক কমেছে সোয়া ৫ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে