ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Sharenews24

কারসাজি ও অর্থ লুণ্ঠনকারীদের রক্ষা করতেই বিএসইতে অরাজকতা

২০২৫ মার্চ ১৪ ১০:১০:১৮
কারসাজি ও অর্থ লুণ্ঠনকারীদের রক্ষা করতেই বিএসইতে অরাজকতা

নিজস্ব প্রতিবেদক : শেয়ার কারসাজি ও অর্থ লুণ্ঠনকারীদের রক্ষা করার জন্যই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অরাজকতা, নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ কর্তৃক সম্প্রতি প্রেরিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বেআইনি কার্যক্রমের মাধ্যমে শেয়ারবাজার সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতা থেকে রক্ষা করার চেষ্টা চলছে, যা কমিশনের বিরুদ্ধে একটি গুরুতর চ্যালেঞ্জ।

প্রতিবেদনে বিএসইসি’র চেয়ারম্যান জানিয়েছেন, কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে শেয়ার কারসাজি ও অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে এবং তদন্ত রিপোর্টে এসব অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে কিছু কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এসব অনিয়ম ও বেআইনি কার্যক্রমের জন্য কমিশনের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শেয়ারবাজারে সংঘটিত অনিয়মের অনুসন্ধান করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন কর হয়েছে। কমিটির রিপোর্টে কমিশনের সাবেক চেয়ারম্যান, কয়েকজন কমিশনার এবং কিছু কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার বাজার কারসাজির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

এছাড়া, কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার সুপারিশ করা হয়েছে। এই কমিটিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, আইন এবং অর্থ বিভাগের প্রতিনিধি থাকবে। কমিশনে সশস্ত্র আনসার বাহিনী নিয়োগ দেওয়ার কথাও বলা হয়েছে।

এছাড়া, কমিশনের কাজের গুণগত মান উন্নয়ন এবং গতিশীলতা আনার জন্য সাংগঠনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের সুপারিশও করা হয়েছে। এসব সুপারিশের লক্ষ্য হচ্ছে বিএসইসি কর্তৃক শেয়ারবাজারে স্বচ্ছতা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে