ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫
Sharenews24

আল্লামা সাঈদী ফাউন্ডেশনে গিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

২০২৫ মার্চ ১০ ১১:৫৪:১৮
আল্লামা সাঈদী ফাউন্ডেশনে গিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : গত ৮ই মার্চ আল্লামা সাঈদী ফাউন্ডেশনের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশবরেণ্য ইসলামিক বক্তাদের সাথে উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি তার বক্তব্যে আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণ এবং ইসলামের প্রতি দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, "পবিত্র রমজান মাসে আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। যারা ক্ষমতার কাছাকাছি থাকেন, তাদের সঙ্গে সহজে কথা বলা যায়, কিন্তু যাদের সাথে শ্রদ্ধার সম্পর্ক থাকে, তাদের সাথে কথা বলতে অনেক সময় সংকোচ কাজ করে।"

তিনি আরও যোগ করেন, "আপনারা যারা গত দেড় দশক ধরে নির্যাতনের শিকার হয়েছেন এবং তবুও আপোষ করেননি, তারা আমাদের জন্য এক অনুপ্রেরণা। আমরা আপনাদের কাছ থেকে শিখেছি, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে হয় এবং কিভাবে আখেরাতকে প্রাধান্য দিয়ে কাজ করতে হয়।"

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা যেন কখনো এমন কিছু না করি, যাতে ইসলামের সৌন্দর্য ক্ষুণ্ণ হয় বা ইসলামকে হেয় হতে হয়। ইসলামকে বিশ্ব দরবারে সম্মানিত রাখতে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, এবং নানা ভাবে বাংলাদেশকে সাম্প্রদায়িক ট্যাগ দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে আমরা প্রমাণ করেছি যে, আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ৫ই আগস্টের পর বাংলাদেশে ধর্মীয় সহিংসতা হয়নি, এবং যা কিছু ভারতীয় মিডিয়ায় দেখানো হয়েছিল, তা ছিল শুধুমাত্র প্রোপাগান্ডা।"

হাসনাত আব্দুল্লাহ বলেন, "আমরা জানি, আমাদের দেশে নানা মত এবং নানা পথের মানুষ থাকবে। তবে আমাদের উদ্দেশ্য হলো, সবার মতামতকে সম্মান দেখিয়ে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন করা, যাতে আমাদের মধ্যে ভেদাভেদ না থাকে।"

তিনি শেষে বলেন, "আমরা একসাথে, ঐক্যবদ্ধভাবে কাজ করে, এই দেশটিকে শান্তিপূর্ণ এবং শক্তিশালী করতে চাই, যাতে কেউ আমাদের দেশের নিরাপত্তা বা অস্থিতিশীলতার চেষ্টা না করতে পারে।"

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে