ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫
Sharenews24

ঈদের আগে যাত্রীদের জন্য ৫ মহাসড়কে সতর্কতা

২০২৫ মার্চ ১০ ১১:২০:৩৫
ঈদের আগে যাত্রীদের জন্য ৫ মহাসড়কে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় জানানো হয়েছে যে আসন্ন ঈদুল ফিতরের সময় ৫টি মহাসড়কে যানজটের আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা ও অন্যান্য শহর থেকে ঘরমুখো যাত্রীদের চাপের কারণে এসব মহাসড়কে ভোগান্তি তৈরি হতে পারে। ঈদের আগে ও পরে এসব সড়কে বিশেষ নজরদারি রাখা হবে।

সভায় জানানো হয়, দেশের ৫টি প্রধান মহাসড়কে ১৫৯টি সম্ভাব্য যানজটের স্পট চিহ্নিত করা হয়েছে। এসব স্পটের মধ্যে রয়েছে:

ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৪৯টি স্পট

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে ৫৪টি স্পট

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৬টি স্পট

ঢাকা-সিলেট মহাসড়কে ৪২টি স্পট

ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কে ৮টি স্পট

জননিরাপত্তা বিভাগের সুপারিশে ঈদের আগে ৭টি মহাসড়কের সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সড়কগুলোতে সৃষ্ট খানাখন্দ এবং অন্যান্য সমস্যা সমাধানের জন্য মেরামত কার্যক্রম দ্রুত শেষ করা হবে। বিশেষভাবে কাঁচন ব্রিজ থেকে ভুলতা পর্যন্ত সড়কের দুই পাশে সার্ভিস লেন নির্মাণ করা হবে।

ঈদযাত্রার সময় নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রায় ৭০০ পুলিশ সদস্য কাজ করবেন। পুলিশ ছাড়াও সড়ক পরিবহন কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল যেমন গাবতলী, মহাখালী, গুলিস্তান, ফুলবাড়িয়া ও সায়দাবাদ এলাকায় নজরদারি চালাবে। এছাড়া, ঈদের আগে সড়ক ও পরিবহন নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা থেকে প্রায় ৭৭৫টি বাস এবং অন্যান্য অঞ্চলে ৪৭০টি বাস চলাচল করবে ঈদ স্পেশালের জন্য। বিআরটিসি ইতিমধ্যে ১২৪৫টি বাস প্রস্তুত করেছে যেগুলো বিশেষভাবে ঈদযাত্রার জন্য চালানো হবে। ঈদযাত্রার আগেই এসব বাসের টিকিট বিক্রি শুরু হবে।

ঈদ উপলক্ষে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার বিষয়ে একটি সুপারিশ করা হয়েছে, যা ২৫-২৮ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

গার্মেন্টস কর্মীদের জন্য বিশেষ বাস ব্যবস্থা করা হবে। এছাড়া, গার্মেন্টস কর্মীরা ঈদের আগেই তাদের বেতন-বোনাস পেয়ে যাবেন বলে বিজিএমইএ জানিয়েছে। এর ফলে, কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না।

গাবতলী, মহাখালী, সায়দাবাদ, গুলিস্তানসহ বিভিন্ন বাস টার্মিনালে সিসিটিভি ক্যামেরা ও লাইট সিস্টেম বসানোর প্রস্তুতি চলছে, যাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এছাড়া, ঈদের আগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিসি জানিয়েছে, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে