ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫
Sharenews24

সিকদার পরিবারের ৪২ বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ

২০২৫ মার্চ ০৯ ১৭:১৬:৫৪
সিকদার পরিবারের ৪২ বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদার এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ৪২টি বিও (বিনিয়োগকারীদের একাউন্ট) হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত সম্প্রতি এ আদেশ দিয়েছেন।

দুদক জানায়, সিকদার পরিবার ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে, যার মধ্যে জনগণের আমানতের অর্থের অপব্যবহার, ঘুষের বিনিময়ে ঋণ প্রদান এবং মানিলন্ডারিংয়ের অভিযোগ অন্তর্ভুক্ত।

এছাড়া, সিকদার পরিবারের সদস্যরা বিদেশে অবস্থান করার পর তাদের মালিকানাধীন শেয়ার বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছেন, যা রাষ্ট্রের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। এ কারণে এই ৪২টি বিও হিসাব অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা ছিল।

এই আইনি পদক্ষেপটি অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এবং জনগণের অর্থ সুরক্ষিত রাখার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে