ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

বিএসইসি'র সংকট সমাধানে স্টেকহোল্ডারদের বৈঠক

২০২৫ মার্চ ০৯ ১০:১৪:২৬
বিএসইসি'র সংকট সমাধানে স্টেকহোল্ডারদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : আজ ৯ মার্চ ২০২৫, শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অভ্যন্তরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৃষ্ট উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকটি সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন।

বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ), শীর্ষ ব্রোকারেজ হাউজ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর প্রতিনিধিরা অংশ নেবেন। বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, এবং ফারজানা লালারুখ উপস্থিত থাকবেন।

এ বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত ৫ মার্চ বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের চেষ্টা করেছিলেন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। তারা কমিশনের মূল ফটকে তালা দেন, সিসি ক্যামেরা, ওয়াই-ফাই, লিফট বন্ধ করে দেন এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তাদেরকে উদ্ধার করেন।

এ ঘটনার পর, বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে