ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫
Sharenews24

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদকে অব্যাহতি

২০২৫ মার্চ ০৯ ১০:০০:৪২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৮ মার্চ রাতে, রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাহিদ হাসান খন্দকারকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। মহানগর কমিটির মূখ্য সংগঠক আলী মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, কমিটির মুখপাত্র পদ থেকে নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় কমিটি তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে, ১ মার্চ রাতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার মুখ্য সংগঠক আলী মিলন সই করা একটি বিজ্ঞপ্তিতে নাহিদ হাসান খন্দকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে উল্লেখ করা হয়েছিল যে, ২৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে, অবৈধ বালু উত্তোলনের ঘটনা নিয়ে চাঁদাবাজির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে নাহিদ হাসান খন্দকারের সম্পৃক্ততা উঠে আসে।

ভাইরাল হওয়া ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় যে, একটি পুকুর খনন করে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে নাহিদ হাসান খন্দকারের সঙ্গে কথা হচ্ছিল এক ব্যক্তির। ওই ব্যক্তিটি নাহিদ হাসানকে বলেন, "তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে, তাহলে সেটা বন্ধ করে দিই। এক লাখ টাকা দিতে পারবো না, পাঁচ হাজার টাকা দিচ্ছি।" উত্তরে নাহিদ হাসান বলেন, "ব্যবসা আপনি বন্ধ করবেন কেন, ব্যবসা আপনিই চালান। আমি বলছি না আজকেই দিতে হবে। ভাইয়ের সাথে কথা বলেন। প্রয়োজনে সময় নেন, ভাইয়ের সঙ্গে কথা বলেন।"

এ ভিডিও প্রকাশের পর তোলপাড় শুরু হয় এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে