ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫
Sharenews24

রমজান উপলক্ষে হোয়াটসঅ্যাপের নতুন চমক

২০২৫ মার্চ ০৩ ১৫:৫৮:৩০
রমজান উপলক্ষে হোয়াটসঅ্যাপের নতুন চমক

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস শুরু হয়েছে, এবং এই বিশেষ মাসে প্রিয়জনদের শুভেচ্ছা জানানোর জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন আপডেট। এবার ব্যবহারকারীরা সহজেই রমজানের স্টিকার এবং জিআইএফ পাঠাতে পারবেন, যা তাদের শুভেচ্ছাগুলো আরও আকর্ষণীয় করে তুলবে।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট করে ব্যবহারকারীরা রমজানের স্টিকার ও জিআইএফ পাঠানোর সুবিধা পাবে। এর জন্য আপনাকে কেবল কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে।

রমজানের স্টিকার পাঠানোর পদ্ধতি:

১. প্রথমে অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।২. যে চ্যাটে স্টিকার পাঠাতে চান, সেটি খুলুন।৩. টেক্সট লেখার জায়গা থেকে ইমোজি আইকনে ট্যাপ করুন।৪. ইমোজি ড্রয়ারে গিয়ে ডান পাশে থাকা স্টিকার আইকনে ট্যাপ করুন।৫. সার্চ বারে গিয়ে ‘ramadan’ লিখুন।৬. রমজান সম্পর্কিত স্টিকারগুলোর তালিকা দেখতে পাবেন।৭. পছন্দের স্টিকারটিতে ট্যাপ করে পাঠিয়ে দিন।

রমজানের জিআইএফ পাঠানোর পদ্ধতি:

১. প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করুন।২. যাকে বা যেই গ্রুপে জিআইএফ পাঠাতে চান, সেটি খুলুন।৩. টেক্সট লেখার জায়গা থেকে ইমোজি আইকনে ট্যাপ করুন।৪. ইমোজি ড্রয়ারে গিয়ে ডানদিকে থাকা জিআইএফ আইকনে ট্যাপ করুন।৫. সার্চ বারে গিয়ে ‘ramadan’ লিখুন।৬. রমজান সম্পর্কিত বিভিন্ন জিআইএফ দেখতে পাবেন।৭. পছন্দের জিআইএফে ট্যাপ করে পাঠিয়ে দিন।

মিরাজ/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে