ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আজই প্রকাশ পাচ্ছে নতুন ছাত্রসংগঠন: শীর্ষ নেতা যিনি

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১০:২৫:০২
আজই প্রকাশ পাচ্ছে নতুন ছাত্রসংগঠন: শীর্ষ নেতা যিনি

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ছাত্রসংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এই সংগঠনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নেতৃত্বে নতুন ভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই সংগঠনটি সম্ভাব্যভাবে 'গণতান্ত্রিক ছাত্র সংসদ' নামে পরিচিত হবে বলে আলোচনা রয়েছে।

নতুন সংগঠনে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছে 'গণতান্ত্রিক ছাত্রশক্তি'র সাবেক নেতারা, যারা ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন এবং ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরাও আছেন।

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এই নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে থাকছেন আবু বাকের মজুমদার, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারি নেতাদের একজন ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রশক্তির সদস্যসচিব ছিলেন।

কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব নির্বাচিত হয়েছেন জাহিদ আহসান, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদক এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক হচ্ছেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং মুখপাত্র হচ্ছেন আশরেফা খাতুন, দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক সমন্বয়ক আবদুল কাদের। তার সঙ্গে সদস্যসচিব হিসেবে থাকছেন মহির আলম। কাদের ও মহির দুজনই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কাদের আগে ছাত্রশক্তির সঙ্গে যুক্ত ছিলেন, আর মহির ছাত্রলীগের সদস্য হলেও কোনো পদে ছিলেন না।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হচ্ছেন হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হচ্ছেন রাফিয়া রেহনুমা হৃদি। তারা দুজনেই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এই সংবাদ সম্মেলনে শুধু কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হবে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ধাপে ধাপে কমিটি গঠন করা হবে, এবং কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি মোট ১৫০ সদস্যের হবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে