ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৩:২১:৫৮
‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’

নিজস্ব প্রতিবেদক : নাগেশ্বরীর একটি কাপড়ের দোকানের ডিজিটাল সাইনবোর্ডে একটি অদ্ভুত লেখা ভেসে উঠেছে, যা স্থানীয়দের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার আজিজ সুপার মার্কেটের বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন নামের দোকানের সাইনবোর্ডে "হাসিনাকে আবার দেশে দেখতে চাই" লেখা ভেসে উঠে।

এটি মোবাইল অ্যাপস দ্বারা নিয়ন্ত্রিত একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ করে চলে আসে, যা দোকানের নাম "বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন" প্রদর্শন করে আসছিল। তবে শনিবার সন্ধ্যায় এই লেখাটি বদলে গিয়ে সাইনবোর্ডে হঠাৎ ভেসে ওঠে।

দোকানের কর্মীরা দ্রুত বিষয়টি দেখে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এবং পরে সাইনবোর্ডটি নামিয়ে ফেলে। দোকান মালিক শহিদুল ইসলাম জানান, দোকানটি একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে সাইনবোর্ডের লেখা পরিবর্তন করত, এবং তাদের ধারণা কোনো চক্র অ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে এ ধরনের লেখা দিয়েছে।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, এবং মালিক তার পক্ষ থেকে সাধারণ ডায়েরি (GD) করতে যাচ্ছেন। পুলিশ ওসি রেজাউল করিম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডিজিটাল সাইনবোর্ডটি থানায় নিয়ে এসেছে। তদন্ত চলছে, এবং যারা এই কাজটি করেছে তাদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা করা হবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে