ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ইমাম-মুয়াজ্জিনের জন্য সুখবর ঘোষণা করলেন ধর্ম উপদেষ্টা 

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৮:২৮:০৮
ইমাম-মুয়াজ্জিনের জন্য সুখবর ঘোষণা করলেন ধর্ম উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক: ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট দেশের অসহায় দরিদ্র ৬০০ ইমাম ও মুয়াজ্জিনকে মোট ১ কোটি ৮০ লাখ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করবে। এছাড়া, ৪ হাজার ৬২০ জন ইমাম ও মুয়াজ্জিনকে ৫ হাজার টাকা করে মোট ২ কোটি ৩১ লাখ টাকার আর্থিক অনুদানও দেওয়া হবে।

এই ঘোষণা ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের উপস্থিতিতে দেওয়া হয়।

অনুষ্ঠানে ঢাকা জেলার ২৯৫ জনকে ৫ হাজার টাকা হারে মোট ১৪ লাখ ৭৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। এছাড়া, ৭ জন উদ্যোক্তাকে ২০ হাজার টাকা হারে ১ লাখ ৪০ হাজার টাকা, ৭ জন সাধারণ উদ্যোক্তাকে ৩০ হাজার টাকা হারে ২ লাখ ১০ হাজার টাকা এবং ৭ জন বিশেষ উদ্যোক্তাকে ৪০ হাজার টাকা হারে ২ লাখ ৮০ হাজার টাকার সুদমুক্ত ঋণ দেওয়া হয়।

ধর্ম উপদেষ্টা তার বক্তৃতায় বলেন, সমাজ সংস্কারে দেশের আলেম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাদের সঠিক দিক-নির্দেশনায় সন্ত্রাস দমন ও সামাজিক সমস্যা নিরসনে বিশেষ ভূমিকা রাখা সম্ভব।

এছাড়া, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ভবিষ্যত পরিকল্পনা হিসেবে মসজিদ ব্যবস্থাপনার জন্য নীতিমালা তৈরি এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য পে-স্কেল ঘোষণা করার পরিকল্পনার কথা জানান তিনি।

এই ট্রাস্ট ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর মূল উদ্দেশ্য হলো দেশের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলা। বর্তমানে ট্রাস্টের সদস্যভুক্ত ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা প্রায় ৮৪ হাজার।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে