ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

নয় কোম্পানির শেয়ারের বিক্রেতা উধাও

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৫:৫১:০১
নয় কোম্পানির শেয়ারের বিক্রেতা উধাও

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবারও শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে। এর আগের তিন কর্মদিবসও বাজারে ইতিবাচক প্রবণতা বজায় ছিল।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক বেড়েছে, লেনদেন বেড়েছে, বেশিরভাগ প্রতিষ্ঠানের দামও বেড়েছে। এদিন আগের তিন দিনের তুলনায় ক্রেতাদের আগ্রহ বেশি বাড়ায় বিক্রেতা উধাও কোম্পানির সংখ্যাও বেড়েছে।

এদিন ডিএসইতে প্রথম ভাগে তিনটি কোম্পানির শেয়ারের বিক্রেতা নিঁখোজ হলেও শেষ বেলায় তা বেড়ে দাঁড়ায় ৯টি-তে। কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যাওয়ায় শেষ বেলায় কোম্পানিগুলোর শেয়ারের বিক্রেতারা উধাও হয়ে যায় বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

যে ৯টি কোম্পানির শেয়ারের বিক্রেতাদের লেনদেনের শেষভাগেও পাওয়া যায়নি, সেগুলো হলো-এবি ব্যাংক, অ্যারামিট সিমেন্ট, বসুন্ধরা পেপার, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সাফকো স্পিনিং, সি পার্ল রিসোর্ট ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

কোম্পানিগুলোর শেয়ার এদিন ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় শীর্ষ ভাগে অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত অবস্থান করছে। আর তালিকায় ১০ নম্বরে শীর্ষ দাম বৃদ্ধির কোম্পানি হিসাবে স্থান নিয়েছে ব্যাংক খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে