ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

তিনটা গুলি লাগার পর আর ব্যালান্স রাখতে পারছিলাম না

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৫:৩০:০৯
তিনটা গুলি লাগার পর আর ব্যালান্স রাখতে পারছিলাম না

নিজস্ব প্রতিবেদক : নতুন প্রজন্মের অভিনেতা আজিজুর রহমান আজাদ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে আশুলিয়ায় আজাদের নিজ বাড়িতে ডাকাতের হামলা করে। এসময় তাদের সঙ্গে ধস্তাধস্তির জেরে অভিনেতা আজাদকে উদ্দেশ্য করে গুলি করা হয়। তার পায়ে তিনটি গুলি লাগে।

দ্রুত তাকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর সংবাদ মাধ্যমে ভয়াবহ সেই ঘটনার বর্ণনা দিলেন আজাদ।আজাদ বলেন, জিরাবোতে তাদের বাড়িটি তিনতলা (ট্রিপ্লেক্স)। তিনতলায় মা ও স্ত্রী-সন্তান নিয়ে থাকেন তিনি।

দোতলায় তাদের রান্নাঘর এবং ড্রয়িং-ডাইনিং। সেইদিন রাতে ক্ষুধা লাগার কারণে দোতলায় যান তিনি। রান্নাঘরের দিকে যেতেই শব্দ শুনতে পান। রান্নাঘরের দরজা খুলতেই দেখেন, দুজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছে! তারপর তিনি দরজা লাগিয়ে দেন।

এরপর ওপরে গিয়ে মা ও স্ত্রীকে ডাক দিয়ে আনেন। আবার রান্নাঘর খুলতেই দেখেন দুজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছে! তখনই দৌড় দিয়ে একজনের হাত ধরে ফেলেন অভিনেতা। ধস্তাধস্তির মধ্যে একজন আজাদকে গুলি করে। যা তার ডান পায়ে লাগে।

ডান পায়ে ভর রাখতে পারছিলাম না। এটা ডাকাতও বুঝতে পেরেছে। এরপর আবার আমাকে ধাক্কা দেয়, পড়ে যাই। ওই সময় আরেকটা গুলি করে, যা আমার বাঁ পায়ে হাঁটুর ওপরে লাগে। এর মধ্যে আরেকজনকে আমার ওয়াইফ ফ্রাই প্যান দিয়ে মাথায় আঘাত করে। সেই ডাকাত আরেকটা ফ্রাই প্যান দিয়ে আমার স্ত্রীকেও প্রচণ্ড জোরে আঘাত করে। এরপর সে পড়ে যায়। সেই ডাকাতকে ধরতে গেলে তখন আমাকে আরেকটা গুলি করে, হাঁটুর ওপরে।’

তিনি বলেন, ‘তিনটা গুলি লাগার পর আমি আর ব্যালান্স রাখতে পারছিলাম না। তারপরও ভর দিয়ে দাঁড়াই। ওই মুহূর্তে ওরা দৌড়ে পালিয়ে যায়। জানালা কেটে যেদিক দিয়ে আসছিল, সেদিক দিয়ে দৌড়ে পালায়। আমরা চিৎকার–চেঁচামেচি করতে থাকি। পাশের বিল্ডিংয়ের মানুষেরাও শব্দ শুনে ছুটে আসে।

‘ক্যারেকটার আর্টিস্ট’ হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় অভিনেতা আজিজকে। টিভিসিসহ তাকে দেখা গেছে হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্ট’র মতো জনপ্রিয় কনটেন্টগুলোতে। কাজ করেছেন ‘লিডার’ সিনেমায়ও।

এনামুল/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে