ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সচিবদের পদোন্নতি-বদলি নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৬:৫৩:০০
সচিবদের পদোন্নতি-বদলি নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুটি প্রজ্ঞাপন জারি করে সাত অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি এবং দুই সচিবকে বদলি করার ঘোষণা দিয়েছে।

পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত সচিবদের মধ্যে:

মিজ আলেয়া আক্তার – পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব।

মো. কামাল উদ্দিন – সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব।

তাজুল ইসলাম – বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব।

মো. মিজানুর রহমান এনডিসি – বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব।

মোহাম্মদ আবদুর রউফ – সেতু বিভাগের সচিব।

মিজ জাহেদা পারভীন – মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয়ক ও সংস্কার)।

মাহবুবুর রহমান – বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব।

এছাড়া, দুজন সচিবের বদলি করা হয়েছে:

মাহমুদুল হোসাইন খান – মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয়ক ও সংস্কার) থেকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি।

মো. মোস্তাফিজুর রহমান – জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই পদোন্নতি এবং বদলির মাধ্যমে দেশের প্রশাসনিক ব্যবস্থায় কিছু নতুন পরিবর্তন আসতে যাচ্ছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে