ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

পদত্যাগের পর যা বললেন নাহিদ

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৫:১৬:১৫
পদত্যাগের পর যা বললেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক : সরকারে থাকার চেয়ে এখন রাজপথে থাকা বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি। আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি।

এর আগে, নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পদত্যাগের খবরটি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র।

নাহিদ ইসলাম, যিনি কোটাবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, এখন জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন। তার পদত্যাগের পর এই দলটি ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে।

নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের গঠন নিয়ে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন ছিল। তার পদত্যাগের সঙ্গে সঙ্গে দল গঠনের পথে অনেকটা অগ্রগতি হয়েছে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে