ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

পিলখানার বর্বরতা নিয়ে সেনাপ্রধানের বড় সতর্কবার্তা

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৭:০০:৪৮
পিলখানার বর্বরতা নিয়ে সেনাপ্রধানের বড় সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : ২০০৯ সালে পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে আজ, ২৫ ফেব্রুয়ারি, রাজধানী ঢাকার মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বক্তব্য রাখেন।

তিনি তার বক্তৃতায় বলেন, ‘‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা সব সময় মনে রাখি, এই বর্বরতার পেছনে কোনো সেনাসদস্যের হাত ছিল না। এটি সম্পূর্ণভাবে তদানীন্তন বিডিআর সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছিল।’’ তিনি আরও উল্লেখ করেন, ‘‘এখানে কোনো ‘ইফ’ এবং ‘বাট’ (যদি এবং কিন্তু) নেই। যদি আমরা কোনোভাবেই বিচারিক প্রক্রিয়ার মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করি, তা হলে এই দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে, যা কোনোভাবেই আমাদের জন্য মঙ্গলজনক হবে না।’’

সেনাপ্রধান বলেন, ‘‘আজকে আমাদের জন্য একটি বেদনাবিধুর দিন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি আমরা ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তা, তাদের কিছু পরিবারবর্গের সদস্যদের হারিয়েছিলাম। আমি নিজে এই বর্বরতার সাক্ষী ছিলাম, এই ঘটনাগুলোর ছবি শুধু আমি দেখিনি, এগুলোর আমি সরাসরি সাক্ষী ছিলাম।’’

তিনি আরও বলেন, ‘‘এই হত্যাকাণ্ডের সাথে কোনো রাজনৈতিক নেতা বা বাইরের কোনো শক্তি জড়িত ছিল কি না, সে বিষয়ে তদন্তের জন্য কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, তিনি এই বিষয়টি বের করে আপনাদের জানাবেন।’’

সেনাপ্রধান বলেন, ‘‘এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে এই সেনা সদস্যরা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। এই ঘটনার বিষয়ে আমাদের মধ্যে অনেক ধরনের ভিন্নমত থাকতে পারে, কিন্তু আমাদের উচিত বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত না করা।’’

তিনি সকলকে সতর্ক করে দিয়ে বলেন, ‘‘আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, যদি আমরা নিজেদের মধ্যে বিভেদ ভুলে একত্রে কাজ না করতে পারি, কাদা ছোড়াছুড়ি কিংবা মারামারি শুরু করি, তাহলে আমাদের দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। আমি আজকেই বলে দিলাম, যাতে কেউ পরে এই সতর্কতার কথা মনে না রাখে।’’

জেনারেল ওয়াকার-উজ-জামান তার বক্তব্যের শেষে বলেন, ‘‘আমার একমাত্র লক্ষ্য হল, দেশ এবং জাতিকে একটি সুন্দর জায়গায় রেখে সেনাবাহিনীতে ফিরে আসা। গত সাত-আট মাসে আমি যথেষ্ট দেখেছি, আমি চাই আমাদের দেশের ভবিষ্যৎ সুস্পষ্ট এবং সুন্দর হোক।’’

এদিনের এই আয়োজন ছিল ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে