ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

নাহিদের পদত্যাগের খবরে যা বললেন সারজিস আলম

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৫:০২:২৩
নাহিদের পদত্যাগের খবরে যা বললেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম নাহিদ ইসলামের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি তার ফেসবুক পেইজে একটি পোস্ট করেন, যেখানে লিখেন:“এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।”

এই স্ট্যাটাসটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ নাহিদ ইসলাম পদত্যাগের পর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে, নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পদত্যাগের খবরটি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র।

নাহিদ ইসলাম, যিনি কোটাবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, এখন জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন। তার পদত্যাগের পর এই দলটি ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে।

নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের গঠন নিয়ে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন ছিল। তার পদত্যাগের সঙ্গে সঙ্গে দল গঠনের পথে অনেকটা অগ্রগতি হয়েছে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে