ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ফখরুলের আসনে জামায়াত প্রার্থীর ব্যাতিক্রমী রাজনৈতিক কৌশল

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৪:১৯:০০
ফখরুলের আসনে জামায়াত প্রার্থীর ব্যাতিক্রমী রাজনৈতিক কৌশল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন মো. দেলোয়ার হোসেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য। তার প্রার্থী হওয়ার পর ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক দৃশ্যে জামায়াতের শক্তিশালী অবস্থান তৈরির সম্ভাবনা বেড়েছে।

আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় মো. দেলোয়ার হোসেন বলেন, "মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের এলাকার একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। একসময় তিনি মন্ত্রী ছিলেন, আমি তার ছাত্র হিসেবে তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। তবে তিনি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের, আমরা ভিন্ন রাজনৈতিক আদর্শ অনুসরণ করি।"

তিনি আরো বলেন, "গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিটি রাজনৈতিক দলের অধিকার আছে রাজনীতি করার। তাই ভোটের মাঠে সবাই নিজ নিজ দলকে জেতানোর চেষ্টা করবে, আর আমরা রাজনৈতিক সৌজন্য বজায় রেখে আমাদের অবস্থান ধরে রাখব।"

মো. দেলোয়ার হোসেন আরও বলেন, "আমরা শুনেছি, এ জনপদের নিরপরাধ মানুষকে মামলার ভয় দেখিয়ে থানায় নেওয়া হচ্ছে, পরে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমি প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, ওসির সঙ্গে কথা বলেছি, আজ ডিসি সাহেবের সঙ্গেও কথা বলব। আমরা চাই, অপরাধীরা আইনের আওতায় আসুক, কিন্তু নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়।"

তিনি ঠাকুরগাঁওয়ের সমস্যা নিয়ে নিজের চিন্তা শেয়ার করে বলেন, "বেকারত্ব ঠাকুরগাঁওয়ের অন্যতম বড় সমস্যা। আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূর করতে চাই। পাশাপাশি সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত একটি সুন্দর ঠাকুরগাঁও গড়ে তুলতে চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে।"

সমাবেশে আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ। এছাড়া, ওই অনুষ্ঠানে ইফতার বিতরণ ও জনসেবামূলক কার্যক্রমও অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে ২০০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়। এর পাশাপাশি ১৬টি পরিবারের মাঝে ছাগল, ১টি পরিবারের মাঝে গরু, ৫টি পরিবারের মাঝে টিউবওয়েল এবং ৫টি মসজিদে মাসব্যাপী ইফতার আয়োজনের ঘোষণা দেওয়া হয়। প্রতিটি ইফতার প্যাকেজে ১৬ কেজি চাল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি ছোলা, ৫ কেজি আলু, ২ লিটার তেল এবং ১ কেজি খেজুর দেওয়া হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে