ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

বাণিজ্যিক উৎপাদনে বেজার অনুমোদন পেয়েছে সিঙ্গার

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ০৯:৩৯:১৮
বাণিজ্যিক উৎপাদনে বেজার অনুমোদন পেয়েছে সিঙ্গার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের হোম অ্যাপ্লায়েন্স প্লান্টের বাণিজ্যিক উৎপাদনে অনুমোদন দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) অবস্থিত কোম্পানিটি গত বছরের ২৭ মার্চ পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি পেয়েছিল।

কোম্পানিটি কারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে ৬৮০ কোটি টাকা বিনিয়োগ করেছে এবং এতে রূপগঞ্জে ৩৫ একর জমি ইজারা নিয়েছে। উৎপাদন শুরু হলে স্থানীয় বাজারে পণ্যের চাহিদা পূরণসহ কোম্পানির প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম হবে বলে জানিয়েছে সিঙ্গার বাংলাদেশ।

৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরে সিঙ্গার বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৯১ পয়সা। যেখানে পূর্বের বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ২৪ পয়সা।

সিঙ্গার বাংলাদেশ ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৯ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৯৭ লাখ ২ হাজার ৮৩৮টি। যার মধ্যে ৫৭ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকের কাছে রয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে