ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

হঠাৎ করে ফেসবুক পেজ থেকে পিনাকীর জরুরি বার্তা

২০২৫ ফেব্রুয়ারি ২০ ২৩:০৬:৪২
হঠাৎ করে ফেসবুক পেজ থেকে পিনাকীর জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখের আয়োজন নিয়ে কড়া বার্তা দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। তার মতে, এই উদযাপনকে রাজনৈতিক এবং একতরফাভাবে প্রভাবিত করা উচিত নয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই বার্তা দিয়েছেন। সেখানে তিনি প্রশ্ন তুলে বলেন, "এপ্রিলে আসছে পহেলা বৈশাখ, আমরা কীভাবে পালন করব? রমনার বটমূলে ছায়ানট কি গানের নির্বাচনে আওয়ামী বয়ান ফেরি করবে? এমনভাবে গান নির্বাচন করবে যাতে মনে হয় আগেই ভালো ছিল, এখন আমরা জাহেলিয়াতে প্রবেশ করেছি!"

তিনি আরও প্রশ্ন তোলেন, "মঙ্গল শোভাযাত্রা হবে? কী মোটিফ নেব মিছিলে? নামটা কি মঙ্গল শোভাযাত্রাই থাকবে? থিম হিসেবে আওয়ামী বয়ানের কালচারাল এক্সপ্রেশন ইউজ করা হতো। সেটা কি এবারো করা হবে?"

পিনাকী ভট্টাচার্য তার পোস্টে আরও লেখেন, "আনন্দবাজার কি এবারো রিপোর্ট করবে পহেলা বৈশাখ যেন দুর্গাপূজার অষ্টমীর একডালিয়া?" তিনি এই উপলক্ষে সকলের কাছে অনুরোধ করেন, যারা পহেলা বৈশাখের আয়োজন করবেন, তারা যেন সবার মতামত নিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা করেন এবং এর মাধ্যমে কোনো রাজনৈতিক বয়ান বা প্রভাব পরবে না।

সবশেষে তিনি বলেন, "পহেলা বৈশাখকে ঘিরে আওয়ামী আর ইন্ডিয়ান বয়ান ফেরি করতে দেবো না।"

এভাবে পিনাকী ভট্টাচার্য এক প্রকার সতর্কবার্তা দিয়েছেন যাতে পহেলা বৈশাখের উৎসবটি শুদ্ধভাবে, সবার অংশগ্রহণে এবং রাজনৈতিক চাপমুক্তভাবে উদযাপিত হয়।

সাইদুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে