ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

উত্থানের নেপথ্য ভূমিকায় ৫ কোম্পানির শেয়ার

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৫:৩৪:৪৩
উত্থানের নেপথ্য ভূমিকায় ৫ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : টানা চতুর্থ দিনের মতো দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সূচক ও লেনদেনে নতুন গতি দেখা গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক বেড়েছে প্রায় ৩৩ পয়েন্ট। যা চার কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ।

লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল জানিয়েছে, আজ ডিএসইর সূচক বৃদ্ধির নেপথ্য ভূমিকায় ছিল ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর শেয়ার দর আজ ইতিবাচক থাকায় ডিএসইর সূচকে যোগ হয়েছে ৩৫ পয়েন্টের বেশি। যেখানে ডিএসইর সূচক বেড়েছে আজ ৩৩ পয়েন্ট।

কোম্পানিগুলো হলো-ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে এদিন ডিএসইর সূচকে যোগ করেছে ইসলামী ব্যাংক ২৩.৩২ পয়েন্ট, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৩.৫৯ পয়েন্ট, সোশ্যাল ইসলামী ব্যাংক ৩.৩৭ পয়েন্ট, আইএফআইসি ব্যাংক ২.৮৮ পয়েন্ট ও ন্যাশনাল ব্যাংক ২.০২ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ব্যাংক খাতের শেয়ার নড়েচড়ে বসেছে। এদিন সূচক বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় বেক্সিমকো ফার্মা ও বিকন ফার্মা ছাড়া বাকি সবগুলোই ব্যাংক খাতের কোম্পানি। এদিন ব্যাংক খাতের অন্যান্য কোম্পানি যেগুলো ইনডেক্স মুভারের তালিকায় উঠে এসেছে, সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এবি ব্যাংক ও পূবালী ব্যাংক পিএলসি।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে