ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

ব্রেকিং নিউজ: উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৪:১১:৪০
ব্রেকিং নিউজ: উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তিনি এখন নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থেকে এই দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, এবং আগামী ২৮ ফেব্রুয়ারি দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে।

নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র হিসেবে কোটাবিরোধী আন্দোলনের মুখপাত্র ছিলেন। ওই আন্দোলনই তাকে রাজনৈতিক দুনিয়ায় পরিচিতি এনে দেয়। আন্দোলনের এক পর্যায়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, যার তিন দিনের মধ্যে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে