ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

হঠাৎ বেসামাল এক ব্যাংকের শেয়ার

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১২:০৬:১৫
হঠাৎ বেসামাল এক ব্যাংকের শেয়ার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংকের শেয়ার হঠাৎ বেসামাল হয়ে পড়েছে। গত ৬ কর্মদিবস যাবতই কোম্পানিটির শেয়ার টানা পতনে রয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, কোম্পানিটির শেয়ার টানা পতনে থাকার পেছনে কোন নেতিবাচক তথ্য তাদের কাছে জানা নেই।

বিনিয়োগকারী যারা গত সপ্তাহের শুরুতে বা তার আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার কিনেছিলেন, তারা এখন বড় লোকসানে পড়েছেন। এক বিনিয়োগকারী শেয়ারটি কিনে লিখেছেন, “মিডল্যান্ড কিনে ফরিক হয়ে গেলাম। আল্লাহ আপনি রক্ষা করুন।”

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৩ ফেব্রুয়ারি মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দাম ছিল ২৯ টাকা ৬০ পয়সা। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় লেনদেন হয় ২২ টাকা ৫০ পয়সা। এই ৬ কর্মদিবসে শেয়ারটির দাম কমেছে ৭ টাকা ১০ পয়সা টাকা বা প্রায় ২৪ শতাংশ।

এতে দেখা যায়, গত ১৩ ফেব্রুয়ারি বা তার আগে যারা শেয়ারটি কিনেছেন, তাদের এখন প্রায় চার ভাগের এক ভাগ পুঁজি নেই।

চলতি বছরের মধ্যে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার সর্বোচ্চ ৩৫ টাকায় লেনদেন হয়েছে। বর্তমানে কোম্পানিটির শেয়ার চলতি বছরের মধ্যে সর্বনিম্ন দামে লেনদেন হচ্ছে।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, সমাপ্ত ২০২৪ সালের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৫৮ পয়সা।

সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে