ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আজ পবিত্র শবে বরাত: যেসব কাজ করবেন না

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১২:১০:৪৭
আজ পবিত্র শবে বরাত: যেসব কাজ করবেন না

নিজস্ব প্রতিবেদক : আজ পবিত্র শবে বরাত। এটি ইসলামে একটি পুণ্যময় রজনী হিসেবে স্বীকৃত, তবে এর সাথে কিছু কুসংস্কারের প্রবণতা রয়েছে। অনেকেই শবে বরাতের রাতে কিছু কাজ করেন যা ইসলামে অনুমোদিত নয়। ইসলামবিষয়ক গবেষক মুফতি ইশমাম আহমেদ তার বক্তব্যে বলেছেন, এসব কাজ থেকে বিরত থাকা উচিত:

১. আতশবাজি ও পটকা ফোটানো:

এটা সমাজে আতঙ্ক সৃষ্টি করে এবং দুর্ঘটনা ঘটাতে পারে। শবে বরাতের সাথে এর কোনো সম্পর্ক নেই এবং ইসলামে এমন কাজের অনুমোদন নেই।

২. আলোকসজ্জা করা:

এ রাতের মধ্যে বাড়ি, মসজিদ বা ধর্মীয় স্থাপনায় আলোকসজ্জা করা একটি অপচয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, “তোমরা অপচয় কোরো না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই।”

৩. গুনাহে জড়ানো: শবে বরাতের রাতের পুণ্য আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন, তবে কিছু গুনাহ এমনকি এই মহিমান্বিত রাতেও ক্ষমা হয় না। যেমন—হিংসা, জাদুটোনা, মা-বাবার অবাধ্যতা ইত্যাদি।

৪. হালুয়া-রুটি বানানো:

একটি বানোয়াট কথা প্রচলিত যে, শবে বরাতে হালুয়া-রুটি বানালে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। তবে এটি কোনো হাদিসে পাওয়া যায় না এবং এটি ভিত্তিহীন একটি গুজব।

৫. শবে বরাতের নামাজ:শবে বরাতের জন্য কোনো বিশেষ নামাজ কোরআন বা হাদিসে উল্লেখ করা হয়নি। তবে এই রাতে অতিরিক্ত নফল নামাজ ও ইবাদত করা উচিত, কিন্তু বিশেষ নিয়মের নামাজ আদায় করা অনুচিত।

এভাবে শবে বরাতের রাতকে ইবাদত ও পরিশুদ্ধ মন নিয়ে পালন করা উচিত, যা ইসলামিক শাস্ত্রে সুস্পষ্টভাবে অনুমোদিত।

ফারহানা/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে