ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

 নাঈমুর রহমান দুর্জয় ও তাঁর স্ত্রীর সম্পদ জব্দের নির্দেশ

২০২৫ জানুয়ারি ২১ ১৮:২৫:৫২
 নাঈমুর রহমান দুর্জয় ও তাঁর স্ত্রীর সম্পদ জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ প্রেক্ষিতে, আদালত তাদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন।

আজ, ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন একটি আদেশ দিয়েছেন যেখানে নাঈমুর রহমান দুর্জয়ের নামে থাকা ঢাকার একটি ফ্ল্যাট, তিনটি গাড়ি এবং একটি প্লট ক্রোক (জব্দ) করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়েছে।

দুদক তাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে, যার মধ্যে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ-বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আরও বলা হয়েছে, নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে।

গত ৩ অক্টোবর, ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত নাঈমুর রহমান দুর্জয় ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন, যা তাঁদের দেশ ত্যাগের ওপর বিধিনিষেধ আরোপ করে।

এদিকে, দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার পাশাপাশি অভিযোগের ভিত্তিতে তাদের সম্পদের অনুসন্ধান করছে।

কেএইচ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে