ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

তিনদিন শেয়ারবাজার ইতিবাচক

বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে ৫ হাজার কোটি টাকা

২০২৫ জানুয়ারি ২১ ১৬:১২:৩৮
বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে ৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: আগের সপ্তাহের পাঁচ কর্মদিবসই দেশের শেয়ারবাজার পতনে ছিল। ওই পাঁচ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬১ পয়েন্ট। এতে বিনিয়োগকারীদের মূলধন খোয়া গেছে ৩ হাজার ৩৫৩ কোটি টাকা।

বিপরীতে চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবসই শেয়ারবাজার ইতিবাচক প্রবণতায় রয়েছে। এই তিন কর্মদিবসে ডিএসইর সূচক বেড়েছে ৬৯ পয়েন্ট। এতে বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে ৫ হাজার ১৩ কোটি টাকা।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএইএক্স ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৩ পয়েন্টে। আগেরদিন সোমবার বেড়েছিল ৫১ পয়েন্ট এবং রোব বেড়েছিল ১১ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৪৯৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৪২৬ কোটি ৯৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৭২ কোটি ২১ লাখ টাকার বা ১৭ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৪০১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৫টির বা ৪১.১৫ শতাংশের, দর কমেছে ১৫৬টির বা ৩৮.৯০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭১টির বা ১৯.৯৫ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৬১টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫১২ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক ৮৬ পয়েন্ট বেড়েছিল।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে