ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ: হাসানুল হক ইনু

২০২৫ জানুয়ারি ২১ ১৩:১০:৪৮
হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ: হাসানুল হক ইনু

নিজস্ব প্রতিবেদক : হাসানুল হক ইনু, বাংলাদেশের রাজনৈতিক দল জাসদের সভাপতি এবং সাবেক মন্ত্রী, সম্প্রতি তার একটি বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় আসেন। তিনি বলেছেন, "হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ," যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

এছাড়া তিনি আরও বলেন, "আওয়ামী লীগ নেতারা আশি পয়সা, আর এরশাদ, দিলীপ বড়ুয়া, মেনন ও ইনু মিলে এক টাকা।" তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগের নেতারা যদি জাসদ না থাকতো, তাহলে তারা "রাস্তার ফ্যা ফ্যা করে ঘুরবে"।

এই মন্তব্যটির সূত্র হলো, ২০১৭ সালে কুষ্টিয়ার মিরপুরে একটি দলীয় জনসভায় ইনু এসব কথা বলেছিলেন। তিনি বলেন, "আমরা যদি না থাকি, তাহলে আওয়ামী লীগ নেতারা এক টাকাও পাবে না," এবং আরও বলেন, "জাসদ যদি শক্তিশালী হয়, আমাদের পায়ের নীচে একমাত্র রাস্তা ছাড়া কিছু থাকবে না।"

এ সময় তিনি দাবি করেন যে, তিনি দলের স্বার্থে খালেদা জিয়াকে বর্জন করেছেন এবং রাজনৈতিক সংগ্রামে শান্তি চাই, মারামারি নয়। তবে, ইনুর এসব কথায় নিন্দা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ তাকে "ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার" বলে সমালোচনা করেন।

এই বিতর্কিত মন্তব্য এবং সেসবের পিছনের রাজনৈতিক দিক বর্তমানে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে