ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

কুয়াশার আড়ালে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, বিজিবির বাধা

২০২৫ জানুয়ারি ২১ ১৬:২২:১৬
কুয়াশার আড়ালে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, বিজিবির বাধা

নিজস্ব প্রতিবেদক : ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর বাধার কারণে বিএসএফের কাজ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফের সদস্যরা শূন্যরেখার মাত্র ২০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেন। তবে স্থানীয়রা বিষয়টি জানার পর বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্পে অভিযোগ জানান।

বিজিবি সদস্যরা সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের কাজ বন্ধ করে দেন। তখন বিএসএফের সদস্যরা নির্মাণকাজ স্থগিত করে চলে যান। এর পরে পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিজিবি এই বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, “বিএসএফ কাজ বন্ধ রেখেছে এবং বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে সমস্যা সমাধান হবে বলে আশা করছি।”

এদিকে, স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন জানান, "ঘন কুয়াশার মধ্যে ভোর থেকে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল। আমরা ঘটনাটি জানার পর বিজিবি ক্যাম্পে অভিযোগ করি এবং তাদের গিয়ে কাজ বন্ধ করতে বলা হয়।"

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে