ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বোর্ড সভার তারিখ জানিয়েছে ২০ কোম্পানি

২০২৫ জানুয়ারি ২১ ১৭:০৫:২৪
বোর্ড সভার তারিখ জানিয়েছে ২০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০ কোম্পানি কর্তৃপক্ষ চলতি অর্থবছরের ২য় ও ৩য় প্রান্তিকের ব্যবসায় সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- শাশা ডেনিমস, ইনডেক্স অ্যাগ্রো, ন্যাশনাল টিউবস, রংপুর ফাউন্ট্রি, এএমসিএল(প্রাণ), এপেক্স ফুটওয়্যার, ইফাদ অটোস, ম্যারিকো, উসমানিয়া গ্লাস, ওয়ালটন হাইটেক, আরডি ফুড, সিনোবাংলা, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, পদ্মা অয়েল, মুন্নু ফেব্রিক্স, শিপইয়ার্ড ইন্ড্রাস্ট্রিজ, ইবনে সিনা, ইস্টার্ণ হাউজিং ও নাহি অ্যালুমিনিয়াম।

কোম্পানিগুলোর মধ্যে আগামি ২৫ জানুয়ারী বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও ইবনে সিনার, ২৬ জানুয়ারী এপেক্স ফুটওয়্যার, মুন্নু ফেব্রিক্স ও ইস্টার্ণ হাউজিং, ২৭ জানুয়ারী ইনডেক্স অ্যাগ্রো, রংপুর ফাউন্ট্রি, এএমসিএল(প্রাণ), ম্যারিকো, ওয়ালটন হাইটেক, সিনোবাংলা, পদ্মা অয়েল ও নাহি অ্যালুমিনিয়াম, ২৮ জানুয়ারী ন্যাশনাল টিউবস, ২৯ জানুয়ারী উসমানিয়া গ্লাস এবং ৩০ জানুয়ারী শাশা ডেনিমস, ইফাদ অটোস, আরডি ফুড, প্যারামাউন্ট টেক্সটাইল এবং শিপইয়ার্ড ইন্ড্রাস্ট্রিজের এ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। যে সভায় চলতি বছরের ২য় ও ৩য় প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে।

একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে