ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

ধরা পড়েননি পালানো ওসি, ‘সম্ভবত’ ইন্ডিয়া চলে গেছেন

২০২৫ জানুয়ারি ২১ ১৬:১৬:০০
ধরা পড়েননি পালানো ওসি, ‘সম্ভবত’ ইন্ডিয়া চলে গেছেন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম, যিনি গত ৯ জানুয়ারি থানার ওসির কক্ষ থেকে পালিয়ে যান, এখনও ধরা পড়েননি। কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে আনার পর তার পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বিভাগে বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে। গতকাল (২১ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, তাকে পুনরায় গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সন্দেহ করা হচ্ছে, তিনি সম্ভবত ইন্ডিয়া বা অন্য কোনো পাশ্ববর্তী দেশে পালিয়ে গেছেন।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, “ওসিকে পুলিশ ছেড়ে দেয়নি। তাকে ধরার পর ঢাকায় আনার পর ছাড়ার কোনো প্রশ্ন ছিল না। আমরা তাকে কুষ্টিয়া থেকে ধরে আনি, তাহলে সেখানে কেন ছেড়ে দিতাম?”

অভিযোগ উঠেছে, শাহ আলমকে হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়ার সময়, তাকে থানার হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়েছিল। সেসময় পুলিশের অবহেলায় তিনি পালিয়ে যান।

ডিএমপি কমিশনার বলেন, “হাজতখানায় না রেখে এক পুলিশ অফিসারের কক্ষে রাখা হয়েছিল। সেখানে অবহেলা ঘটেছে, যেখানে তিনি পালাতে সক্ষম হয়েছেন। তবে আমরা তাকে ধরা জন্য চেষ্টা করছি।”

এদিকে, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী সহ সকল আইন প্রয়োগকারী সংস্থাগুলি তার সন্ধানে কাজ করে যাচ্ছে। তবে মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর পর্যন্ত সাবেক ওসি শাহ আলমের অবস্থান সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

এ সময়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার এই তথ্যগুলো জানান।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে