ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

ডলারের দাম কমল, মুদ্রার বাজারে নতুন পরিবর্তন

২০২৫ জানুয়ারি ১৭ ১৫:১১:১১
ডলারের দাম কমল, মুদ্রার বাজারে নতুন পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন অনিশ্চয়তার মাঝেও ৭ সপ্তাহ পর ডলারের দাম কমতে শুরু করেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) মার্কিন বাজার গবেষণা সংস্থা ট্রেডিং ইকনোমিকস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর মার্কিন মূল্যস্ফীতির হ্রাসের লক্ষ্যে সুদ হার কমানোর ঘোষণা এবং মার্কিন নাগরিকদের কেনাকাটার প্রত্যাশিত পরিমাণের তুলনায় কম হওয়াই ডলারের দাম কমানোর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এছাড়া, জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দাম কমার বিষয়টি বৈশ্বিক অর্থনীতিতে বিশেষভাবে আলোচিত হয়েছে।

এছাড়া, বাংলাদেশের অর্থনীতিতে ডলার বেচাকেনার ক্ষেত্রে ১ টাকার ব্যবধান বজায় রাখা যেতে পারে বলে মনে করা হচ্ছে, যা বিদেশি মুদ্রার বাজারে স্থিতিশীলতা আনতে সহায়ক হতে পারে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে