ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

অভ্যুত্থানে শহীদ ও আহতদের সঞ্চয়পত্র দেবে সরকার

২০২৫ জানুয়ারি ২১ ১১:৫১:১৭
অভ্যুত্থানে শহীদ ও আহতদের সঞ্চয়পত্র দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য মাসিক অর্থ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। তবে এ সহায়তা বীর মুক্তিযোদ্ধাদের মতো সরাসরি ভাতা হিসেবে নয়; সরকার তাদের জন্য সঞ্চয়পত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে, যেখান থেকে মাসিক মুনাফা তারা পাবেন।

শহীদদের প্রত্যেক পরিবারের জন্য ৩০ লাখ টাকা এবং আহতদের জন্য চারটি ক্যাটাগরিতে ১ থেকে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র কেনা হবে বলে জানিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়।

স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য অনুযায়ী, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ৮৩৪ জন এবং আহত ১২ হাজার ১৪৭ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। জানা গেছে, চলতি জানুয়ারি মাসেই ৮২৬ জন শহীদের পরিবারের জন্য ১০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ১৫ হাজার আহতদের জন্য সঞ্চয়পত্র কেনার প্রথম কিস্তি দেওয়া হবে। সঞ্চয়পত্রের মুনাফা তারা আগামী ফেব্রুয়ারির শুরু থেকে পাবেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘এ’ শ্রেণির ১ হাজার আহতকে ২ লাখ টাকার, ‘বি’ শ্রেণির ৩ হাজারকে ১ লাখ টাকার এবং ‘ডি’ শ্রেণির ৭ হাজার আহতকে ৫০ হাজার টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে। জনস্বাস্থ্যের জন্য জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে ২৫ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী জানান, চলতি অর্থবছরে প্রথম কিস্তির সঞ্চয়পত্র শহীদদের পরিবার এবং আহতদের জন্য কেনা হবে এবং বাকি সঞ্চয়পত্র আগামী জুলাইয়ে দেওয়া হবে। যারা সঞ্চয়পত্রের মুনাফা নিতে অস্বীকৃতি জানিয়েছেন, তাদের জন্য অন্য ব্যবস্থা গ্রহণের চিন্তা-ভাবনা চলছে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনও আহতদের আর্থিক সহায়তা প্রদান করায় অব্যাহত রয়েছে। গেজেট আকারে শহীদ ৮৩৪ জনের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। আর্থিক সহায়তা কার্যক্রমের সঙ্গে যুক্ত একটি অধিদপ্তর গঠন করা হয়েছে।

সরকারি কর্মকর্তা সূত্রে জানা গেছে, সঞ্চয়পত্র কিনতে পরিবারগুলোকে আয়কর রিটার্নের প্রমাণ জমা দিতে হবে না এবং তাদের জন্য বয়সের শর্তও শিথিল করা হয়েছে।

প্রথম কিস্তির সঞ্চয়পত্র কিনে দেওয়ার পর বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে আর্থিক সুবিধা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। সমন্বয়কদের আপত্তির কারণে বিষয়টি দ্রুত সম্পন্ন হচ্ছে না, তবে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞান জারির দিকে অগ্রসর হতে কাজ করছে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে