ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা

২০২৫ জানুয়ারি ২১ ১২:৪৩:৪০
নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, গুম, খুন এবং মানবতাবিরোধী অপরাধে জড়িতরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়া, বিচারিক আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন না।

তিনি আরও জানান, এ বিধান সব রাজনৈতিক দলের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে এবং এটি নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে করা হচ্ছে। তবে কমিশন কোনো দলের বিরুদ্ধে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষ নয়, বরং নির্বাচনে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে এই প্রস্তাব করা হয়েছে।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচনে আরও কিছু সুপারিশ করেছে। এর মধ্যে অন্যতম হল, জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে ৪০ শতাংশের কম ভোট পড়লে সেই আসনে আবারও নির্বাচন হবে। এছাড়া, 'না' ভোটের বিধান ফিরিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে। 'না' ভোটের সংখ্যা বেশি হলে ওই আসনে পরাজিত প্রার্থীরা পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

কমিশন আরও জানিয়েছে, নির্বাচনে পোস্টার ব্যবহার না করার সুপারিশ করা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৪ মাসের মধ্যে জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া, নির্বাচনী আইন 'গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)' সংশোধন করে ১৮টি বিষয় সংশোধন এবং মোট ১৫০টি সুপারিশ কমিশন জমা দিয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে