ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

আ.লীগ নেতার বাড়িতে গোপন বৈঠক

২০২৫ জানুয়ারি ২১ ১২:২২:৩১
আ.লীগ নেতার বাড়িতে গোপন বৈঠক

নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর বাড়ি থেকে গোপন বৈঠক করার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাতে পৌর এলাকার পাথালিয়া এলাকায় মেয়র ছানুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার আক্রাম হোসেন, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান, আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ি এলাকার মো. হেলাল উদ্দিন, পাথালিয়া মধ্যপাড়া এলাকার মেয়র ছানুর অফিস সহকারী মো. রাশেদুল ইসলাম, কম্পপুর মধ্যপাড়া এলাকার মো. শামীম এবং বসাকপাড়া এলাকার বিজয় চন্দ্র।

তবে আটককৃতদের স্বজনরা দাবি করেছেন, তারা সবাই কাজ করার জন্য আওয়ামী লীগ নেতা ছানুর বাড়িতে গিয়েছিলেন। অফিস সহকারী রাশেদুল ইসলাম মাসিক বেতনে কাজ করেন, আর বাকিরা প্রায়ই দৈনিক মজুরিতে কাজ করতেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানিয়েছেন, গোপন বৈঠক করার অভিযোগে অভিযান চালানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাশকতার উদ্দেশ্যে বৈঠক করার বিষয়টি যাচাই করা হবে এবং প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে