ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

গুরুতর অভিযোগে তথ্য কমিশনার মাসুদা ভাট্টি অপসারণ

২০২৫ জানুয়ারি ২১ ১৬:২৮:২৮
গুরুতর অভিযোগে তথ্য কমিশনার মাসুদা ভাট্টি অপসারণ

নিজস্ব প্রতিবেদক : গুরুতর অসদাচরণের অভিযোগে তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে তার পদ থেকে অপসারণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের সামনে মাসুদা ভাট্টির বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতি তাকে তার পদ থেকে অপসারণ করেছেন। তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৬ (১) ধারার বিধান অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২৩ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল। তবে অভিযোগ ওঠে যে তার কর্মকাণ্ডে অসদাচরণ এবং দায়িত্বের প্রতি অবহেলা ছিল। এর প্রেক্ষিতে রাষ্ট্রপতি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং তাকে অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ ঘটনায় পরবর্তী পদক্ষেপের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে এই ঘটনায় দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে