ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিয়ের ট্যাক্স প্রত্যাহার, কাবিননামায় ‘কুমারী’ শব্দ থাকবে না

২০২৫ জানুয়ারি ২১ ১৮:৩৬:২৩
বিয়ের ট্যাক্স প্রত্যাহার, কাবিননামায় ‘কুমারী’ শব্দ থাকবে না

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন যে, বিয়ের কাবিননামায় ব্যবহৃত 'কুমারী' শব্দটি এখন থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কাবিননামায় এখন থেকে 'অবিবাহিত' শব্দটি ব্যবহৃত হবে।

এছাড়া, বিয়ের ক্ষেত্রে আর কোনও ট্যাক্স আরোপ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে এক সাংবাদিক বৈঠকে এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিয়ের কাবিননামায় কিছু শব্দের ওপর আপত্তি উঠে এসেছে এবং ওই আপত্তি বিচার করে 'কুমারী' শব্দের পরিবর্তে 'অবিবাহিত' শব্দ ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, উপদেষ্টা আসিফ নজরুল আরো বলেন যে, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত না দিলে দুই দেশের প্রত্যর্পণ চুক্তির আইন লঙ্ঘন হবে এবং সে ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা নেওয়ার কথা ভাবা হবে।

তবে, এই সংবাদ সম্মেলনে আসিফ নজরুল আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তিনি জানান যে, সারাদেশে গায়েবি মামলা বাছাই করে এগুলো প্রত্যাহার করা হচ্ছে। ইতোমধ্যে ২৫টি জেলায় আড়াই হাজার গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করা হবে। পাশাপাশি সাইবার নিরাপত্তা আইনে থাকা মামলা থেকেও অনেক মামলা প্রত্যাহার করা হয়েছে।

ড. আসিফ নজরুল জানান, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। এতে আপিল বিভাগ এবং অ্যাটর্নি জেনারেলসহ ছয় সদস্য থাকবেন। কমিশন দক্ষ ও যোগ্য লোকদের বাছাই করার পর সাক্ষাৎকার গ্রহণ করবে এবং সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে