ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বাণিজ্য বাড়াতে পাকিস্তানের ব্যবসায়ীদের বড় দাবি

২০২৫ জানুয়ারি ১৩ ১১:০৫:৩৫
বাণিজ্য বাড়াতে পাকিস্তানের ব্যবসায়ীদের বড় দাবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ব্যবসা বৃদ্ধি করতে পাকিস্তানের ব্যবসায়ীরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, বিশেষ করে ভিসা জটিলতা ও সরাসরি বিমান যোগাযোগের অভাবের কারণে। এই সমস্যা সমাধানের জন্য তারা বাংলাদেশের সরকারের কাছে সহায়তা চেয়েছেন।

পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ীদের প্রতিনিধিদল সম্প্রতি ঢাকা সফরে আসেন এবং ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতি আতিফ ইকরাম শেখ নেতৃত্বে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে বৈঠক করেন। বৈঠকে আলোচ্য বিষয় ছিল দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, ভিসা সহজীকরণ, সরাসরি বিমান যোগাযোগ এবং ভবিষ্যৎ বিনিয়োগ সুযোগ।

এ সময়, পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে কৃষি, শিক্ষা, পর্যটন, এবং সিরামিক খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। তারা জানান, পাকিস্তান সরকার এক্সপোর্ট ফ্যাসিলিটেশন স্কিম চালু করেছে, যার মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানে বিনিয়োগ করতে পারেন। এছাড়া, দুই দেশের ব্যবসায়ীরা আরো আলোচনা করলে, তা উভয় দেশের জন্যই লাভজনক হবে বলে তারা অভিমত প্রকাশ করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, "বাংলাদেশ এবং পাকিস্তানের জনসংখ্যা বিবেচনায় উভয়ের বাণিজ্যের পরিমাণ এখনও খুব কম, কিন্তু সুযোগ রয়েছে উভয় দেশের বাণিজ্য বৃদ্ধি করার।"

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে