ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
Sharenews24

টানা ১৭ ম্যাচ হারের পরও সুজনের মনোবল শক্ত

২০২৫ জানুয়ারি ১১ ২০:২১:৩৩
টানা ১৭ ম্যাচ হারের পরও সুজনের মনোবল শক্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর চলতি আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজি টানা ছয় ম্যাচ হারার পর এখন পর্যন্ত ১৭ ম্যাচ হেরেছে। গত বছর ঢাকা ফ্র্যাঞ্চাইজির নাম ছিল ‘দুর্দান্ত ঢাকা’, যেখানে প্রথম ম্যাচে জয় পাওয়ার পর টানা ১১ ম্যাচ হেরেছিল দলটি। এবার ঢাকা ক্যাপিটালস নামে মাঠে নামা ফ্র্যাঞ্চাইজিটি এখনও ছয় ম্যাচ খেলে সবগুলোতেই পরাজিত হয়েছে।

এবারের বিপিএল-এর এই খারাপ পারফরম্যান্সের পরও দলের কোচ খালেদ মাহমুদ সুজন মানসিকভাবে শক্ত আছেন বলে জানাচ্ছেন তার দলের ওপেনার মুনিম শাহরিয়ার। মুনিম গণমাধ্যমে বলেন, "স্যার (সুজন) কখনোই মানসিকভাবে ডাউন হন না। মানুষের জীবনে এমন সময় আসতে পারে। আমরা খারাপ খেলছি, তার কোনো দোষ নেই। তিনি আমাদের পরিকল্পনা দিয়েছেন, কিন্তু আমরা তা কার্যকর করতে পারছি না।"

মুনিম আরও যোগ করেন, "সুজন স্যার মানুষ হিসেবে হয়তো কিছুটা হতাশ হয়েছেন, তবে তিনি আমাদের উদ্বুদ্ধ করছেন, যথেষ্ট নির্দেশনা দিচ্ছেন।"

তবে ঢাকার ফ্র্যাঞ্চাইজির টানা পরাজয়ের পর মুনিম কিছুটা হতাশ, "এটা আসলে হতাশাজনক। আমরা শুধু একটা জয় খুঁজছিলাম, কিন্তু সেটা পাচ্ছি না। কিছু একটা তো মিসিং হচ্ছে।"

আগামীকাল (১২ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ হবে রাজশাহী। যদি এই ম্যাচেও জয় না পাওয়া যায়, তবে সুজনের দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে।

কেএইচ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে